প্যারিসে শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে ২০১৪ ইউএস ওপেন
চ্যাম্পিয়ন সিলিচের বিপক্ষে অষ্টম বাছাই রুড জেতেন ৩-৬, ৬-৪, ৬-২, ৬-২ গেমে।
প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন
নরওয়ের ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। গ্র্যান্ড স্ল্যামের এককে ফাইনালে ওঠা নরওয়ের
প্রথম খেলোয়াড়ও তিনিই।
প্রথম সেমি-ফাইনালে প্রথম সেট নাদাল ৭-৬ (১০-৮) এ জেতার
পর দ্বিতীয় সেটে যখন ৬-৬ সমতা, চোট পেয়ে হুইল চেয়ারে কোর্ট ছাড়েন আলেক্সান্ডার
জেভেরেভ। ফাইনালে উঠে যান স্প্যানিশ তারকা।
এদিনই ৩৬ বছর পূর্ণ করা নাদাল বছরের শুরুতে অস্ট্রেলিয়ান
ওপেন জিতে পুরুষ এককে ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন। ফরাসি ওপেনেও রেকর্ড
১৩ বারের চ্যাম্পিয়ন তিনি। দুটি সংখ্যাকেই আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে রোববারের
ফাইনালে খেলবেন নাদাল।