রাশিয়ার
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার এ
দাবি করা হয় বলে
জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ওই বিবৃতিতে এদিন ইউক্রেইনের সামি
অঞ্চলে একটি আর্টিলারি প্রশিক্ষণ
কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করা
হয়। বলা হয়,
সেখানে বিদেশি প্রশিক্ষকরা প্রশিক্ষণ
দিতেন।
হামলা
চালিয়ে ওডেসা অঞ্চলে ‘বিদেশি
ভাড়াটে সেনাদের’ একটি পোস্টও গুঁড়িয়ে
দেওয়া হয়েছে বলে জানানো
হয়।
রয়টার্স
থেকে স্বাধীনভাবে তাদের এসব দাবির
সত্যতা যাচাই করা সম্ভব
হয়নি।