ক্যাটাগরি

ইউক্রেইনে যুদ্ধ বন্ধের আহ্বান শান্তি পরিষদের

শনিবার সংগঠনের কেন্দ্রীয় পরিষদের এক সভা থেকে এই দাবি তোলা হয় বলে শান্তি পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শান্তি পরিষদ ইউক্রেইনে যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর গুলিতে সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহতের ঘটনার নিন্দাও জানিয়েছে শান্তি পরিষদ। যুক্তরাষ্ট্রে গুলিতে শিশুদের হত্যারও নিন্দা জানায় সংগঠনটি।

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসনে পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী বছর বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

সভায় শান্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান খান, সভাপতিমণ্ডলীর সদস্য মাহফুজা খানম, শরীফ নুরুল আম্বিয়া, শাহ আলম, এম এ সবুর, শাহাদত হোসেন, সুব্রত চৌধুরী, মমতাজ হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান তারিক চৌধুরী, আশরাফুল হক ঝন্টু উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৬ জুন জাতীয় প্রেস ক্লাবে ইউক্রেইন পরিস্থিতি ও ফিলিস্তিনি সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনাবলি নিয়ে সংবাদ সম্মেলন হবে। আগামী ১৮ জুন বিশ্বে শান্তির আহ্বানে ঢাকায় সাদা পতাকা মিছিল করা হবে।