ক্যাটাগরি

ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা সম্মেলন হলো রাজশাহীতে

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, “ক্ষুদ্র, কুটির ও ছোট বিনিয়োগ দেশে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসলামী ব্যাংক এই উন্নয়নে সহযোগী হিসেবে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে অবদান রেখে চলেছে।”

ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, “ইসলামী ব্যাংক শরীয়াহভিত্তিক ব্যাংক ব্যবস্থার সফল বাস্তবায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তা উন্নয়ন, শিল্পায়ন, প্রবাসী সেবা, গ্রামীণ দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে।”

ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে তাদের পণ্য প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায়, ইসলামী ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মিজানুর রহমান মিজি, সপুরা এগ্রোর ম্যানেজিং পার্টনার সাজ্জাদ আলী, এস এস মৎস খামারের স্বত্বাধিকারী গোলাম সাকলায়েন।