ক্যাটাগরি

উত্তর প্রদেশে রাসায়নিক কারখানায় আগুনে নিহত ১২

কারখানার একটি বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান পুলিশ কর্মকর্তা সুরেন্দ্র সিং।

ভারতের রাজধানী দিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে হাপুর জেলার ঢোলনা এলাকায় শনিবার ওই দুর্ঘটনা ঘটে।  বিস্ফোরণ থেকে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানায় এনডিটিভি।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হওয়ার খবর দিয়েছে এনডিটিভি।

আগুন লাগার পর কারখানার ভেতর কয়েকজন শ্রমিক আটকা পড়ে ছিলেন বলে আশঙ্কা প্র্রকাশ করা হয়েছিল। তাদের কী ভাগ্য বরণ করতে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করারও ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী।