ক্যাটাগরি

কুড়িগ্রামে হরিজন কল্যাণ পরিষদ ও হরিজন ঐক্য পরিষদের কমিটি

কুড়িগ্রাম পাওয়ার হাউজ হরিজন পল্লীতে শনিবার সকালে কমিটি দুটি গঠন করা হয়।

নন্দলাল বাসফোরকে সভাপতি ও মতিলাল বাসফোরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কুড়িগ্রাম হরিজন (বাসফোর) পরিষদের কমিটি গঠন করা হয়। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান মিঠাই লাল বাসফোর।

অপরদিকে স্বপন বাসফোরকে সভাপতি, জয় বাসফোরকে সাধারণ সম্পাদক এবং রিকিবাবু বাসফোরকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের বাংলাদেশ হরিজন (বাসফোর) ঐক্য পরিষদের কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।

এর আগে কমিটি গঠন উপলক্ষে জগলাল বাসফোরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উলিপুর উপজেলার দীলিপ বাসফোর ও সুমন বাসফোর, নাগেশ্বরীর মিঠাই লাল ও নান্টু বাসফোর, রাজারহাটের মান্না বাসফোর ও নেমুলাল বাসফোর, চিলমারীর মুনিলাল বাসফোর ও লেবুলাল বাঁশফোর, ভূরুঙ্গামারীর পেল্টু বাসফোর ও বিন্দালাল বাসফোর।

বক্তারা হরিজন সম্প্রদায়ের উন্নয়ন ও সামাজিক মর্যাদা লাভে সোচ্চার হত হওয়ার আহ্বান জানান।