ক্যাটাগরি

কে কে’র কনসার্টে এসি ঠিকই ছিল: কলকাতা পুলিশ 

কে কে’র মরদেহের ময়নাতদন্তে চিকিৎসকেরা প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু পাননি জানানোর পর পুলিশ এই দাবি করল বলে জানিয়েছে এনডিটিভি।

কলকাতা পুলিশ কমিশনার ভিনিত গয়াল শুক্রবার বলেছেন, ওই কনসার্টে স্থান সঙ্কুলান না হওয়ার মত কোনো পরিস্থিতিও ছিল না।

গত মঙ্গলবার নজরুল মঞ্চের সেই কনসার্টে গান গাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন বলিউডের তারকা গায়ক কে কে। হোটেলে ফেরার পর তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচান যায়নি।

ওই অনুষ্ঠানের পরিবেশের কারণে ৫৪ বছর বয়সী এই তারকার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। সেই সঙ্গে কে কে’র কপাল ও থুতনিতে আঘাতের চিহ্নও নানা সন্দেহ তৈরি করে। যার কারণে বুধবার কে কে’র মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলাও করে পুলিশ।

কে কের মৃত্যুর পর নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা হয়। সেসবের প্রেক্ষিতে ওই মঞ্চে এখন থেকে কনসার্টের সময় কিছু বাড়তি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। যেমন, ধারণক্ষমতার অতিরিক্ত দর্শক ঠেকানর পাশাপাশি প্রয়োজনে জরুরি চিকিৎসা ব্যবস্থাও রাখা হবে।

পুলিশের এই কর্মকর্তা জানান, আয়োজকদের তারা অনুরোধ করেছেন, কনসার্টগুলোয় এখন থেকে চিকিৎসকের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সও রাখা হোক এবং হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে নিয়ে যাওয়া য়ায়, এমন কাছাকাছি দূরত্বের কোন হাসাপাতালও নির্দিষ্ট করে রাখা উচিৎ। 

কে কে’র কনসার্টে অতিরিক্ত দর্শক হয়েছিল কি না জানতে চাইলে ভিনিত গয়াল বলেন, “কিছু কিছু ক্ষেত্রে জনাকীর্ণতা হতে পারে তবে এমন কোন পরিস্থিতি ছিল না যাতে লোকজন জায়গার অভাবে ঘামতে পারে।”

সেদিন কনসার্টের সময় কে কে ঘামতে দেখা গিয়েছিল, বারবার পানিও পান করছিলেন তিনি।

পুলিশ কমিশনার জানান, কে কে সেদিন কনসার্টে আসেন সন্ধ্যা ৬টা ২২ মিনিটে, আর মঞ্চে ওঠেন ৭টা ৫ মিনিটে।

সে সময় লোকজন তাকে ঘিরে ধরেছে এমন ঘটনাও ঘটেনি জানিয়ে ভিনিত বলেন, ঘটনাস্থলে একজন অতিরিক্ত কমিশনারের নেতৃত্ব পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন।

কে কে’র কনসার্টে দর্শক সংখ্যা নিয়ে বিতর্ক আছে। এ বিষয়ে ভিনিত বলেন, “পুলিশের কাছে কনসার্টের যে ভিডিও আছে, তাতে পরিষ্কার দেখা যায়, দর্শকরা সেখানে ভালোভাবে দাঁড়াতে বা নাচতে পারছেন।

“বিভিন্ন আঙ্গিক থেকে দেখলে বোঝা যাবে পদদলিত হওয়ার মতোও কোনো পরিস্থিতি ছিল না, দর্শকদের আরাম করে অনুষ্ঠান দেখার সুযোগ ছিল।”

কনসার্টের আয়োজক, শিল্পী, মঞ্চে থাকা শিল্পী বা দর্শক কারও পক্ষ থেকেই কোন ধরনের অসঙ্গতির কথা পুলিশকে সে সময় জানান হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রায় আড়াই হাজার দর্শক ধারণ্ ক্ষমতার নজরুল মঞ্চের ওই দিনের দর্শক সংখ্যা নিশ্চিত করা যায়নি জানিয়ে ভিনিত বলেন, এর কারণ দর্শক সংখ্যা কমছিল এবং বাড়ছিল এবং বেশিরভাগ মানুষ তাদের আসনের সামনে দাঁড়িয়ে ছিলেন।

আয়োজকদের উদ্দেশে ভিনিত গয়াল বলেন, কোনো কনসার্টে আসনের অতিরিক্ত টিকিট বিক্রি করা উচিৎ নয়। এই সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কমিশনার প্রধান।

কে কে’র কনসার্টে দর্শকস্রোত নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের ঘটনার কথা স্বীকার করেছেন পুলিশ কমিশনার।

তিনি বলেন, “দর্শকদের মধ্যে যারা সেদিন মঞ্চে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদের সঙ্গে পুলিশের তর্কবিতর্ক বাধে, আমার ধারণা তখনই কেউ অগ্নি নির্বাপক যন্ত্রটি ব্যবহার করেছিল।”

পুলিশ কমিশনার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ হস্তক্ষেপ করেছে, কিন্তু গুরুতর কিছু ঘটেনি।

কলকাতায় কনসার্টের পর অসুস্থ, চলে গেলেন গায়ক কে কে

ভিড়ে ঠাসা মঞ্চে ঘামছিলেন কে কে, অপমৃত্যুর মামলা
 

কে কে’র মৃত্যু: সন্দেহজনক কিছু ময়নাতদন্তে ‘মেলেনি’