শনিবার এই হামলা হয় বলে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জানানো হয়।
সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক।
তবে আওয়ামী লীগ এই অভিযোগ অস্বীকার করেছে।
বিএনপির বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সকালে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল থেকে হামলা চালিয়ে ওয়াদুদ ভূঁইয়ার বাড়ি ও গাড়ি ভাংচুর করে। হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় ও কয়েকটা মোটরসাইকেল ভাংচুর করে।আশপাশের কয়েকটি বাড়িও ভাংচুর করা হয়।
এছাড়া খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের ছয়টি দোকান ভাংচুর করে এবং অন্তত ২৫ জন নেতাকর্মীকে আহত করে বলেও বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
হামলাকারীরা আওয়ামী লীগের উল্লেখ করে এ ঘটনায় ওয়াদুদ ভূঁইয়া ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকালীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, ”আমাদের শান্তিপূর্ণ মিছিল ভাঙ্গাব্রিজ এলাকায় গেলে বিএনপির কর্মীরা মিছিলের উপর হামলা করে। এ সময় তাদেরকে ধাওয়া দেওয়া হয়। তারা শান্ত পরিস্থিতিকে অশান্ত করেছে। ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে কী হয়েছে তা আমি জানি না।”