রোলাঁ গাঁরোয়া শনিবার নারী এককের ফাইনালে ১৮ বছর বয়সী প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। ৬-১, ৬-৩ গেমে জিতে ট্রফি উঁচিয়ে ধরেন শিয়াওতেক।
ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। প্রথমটিও এই ফরাসি ওপেনেই, জিতেছিলেন ২০২০ সালে।
এবারের ফরাসি ওপেনে গাউফের যাত্রাটা যেন ছিল অসাধারণের চেয়েও বেশি কিছু। আগের কোনো গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার-ফাইনালে না ওঠা যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড় এখানে কোনো সেট না হেরেই উঠে যান ফাইনালে।
কিন্তু শিরোপা লড়াইয়ের মঞ্চে হয়তো স্নাযুচাপ পেয়ে বসে তাকে। সঙ্গে প্রতিপক্ষের গতি ও নিখুঁত পারফরম্যান্স তো ছিলই। সব মিলিয়ে এলোমেলো শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি গাউফ।
শিয়াওতেক অবশ্য শুধু এই আসরেই নয়, আগে থেকেই দুর্দান্ত ফর্মে আছেন তিনি। গত মার্চে সাবেক নাম্বার ওয়ান অ্যাশলি বার্টি হঠাৎ অবসরের ঘোষণা দিলে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন পোলিশ তারকা।
শিরোপা জয়ের মধ্য দিয়ে টানা ৩৫ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন শিয়াওতেক। স্পর্শ করলেন ২০০০ সালে ভেনাস উইলিয়ামসের সবচেয়ে বেশি টানা অপরাজেয় রেকর্ড।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত কণ্ঠে শিয়াওতেক ধন্যবাদ জানান সমর্থকদের।
“দুই বছর আগে এই শিরোপা জিততে পারা ছিল অসাধারণ কিছু। আর এবার, আমার মনে হয় এখানে পৌঁছাতে বেশি পরিশ্রম করেছি। পথটা খুব কঠিন ছিল, চাপ ছিল অনেক।”