ক্যাটাগরি

ঘরে লাগা আগুনে প্রাণ গেল পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির

শনিবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফোরকান (৪৬) হাটহাজারীর লাঙ্গলমোরা এলাকায় তার বাড়ি।

হাটহাজারী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফোরকান নিজ বাড়ি থেকে শুক্রবার ডাক্তার দেখাতে হাটহাজারী সদরে এসেছিলেন। রাতে শ্বশুরবাড়িতে রাতযাপন করে সকালে তার চলে যাওয়ার কথা ছিল।

“ভোর রাতে পৌনে পাঁচটার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন লাগলে অন্যরা বের হতে পারলেও পক্ষাঘাতগ্রস্ত ফোরকান ঘর থেকে বের হতে পারেননি।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল সাতটার দিকে আগুন নেভায় এবং ফোরকানের লাশ উদ্ধার করে।

আগুনে ঘরের তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে পৌরসভার মেখল পাড়া সড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় আলাদা একটি আগুনে চারটি ঘর পুড়ে অন্তত পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান।