বাজারে কিনতে পাওয়া যায় এমন টক দইয়ের
চেয়ে ঘরে বানানো টক দই সবচেয়ে বেশি কার্যকর।
আকাংঙ্ক্ষা’স গ্ল্যামারস ওয়ার্ল্ডের কর্ণধার
ও অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ শুষ্ক ও রুক্ষ চুল নিয়ন্ত্রণে রাখার সহজ উপায় সম্পর্কে
জানান।
রোদ, ঘাম ও তেলের জন্য চুল হয়ে থাকে চিটচিটে
ও রুক্ষ। নিয়মিত স্পা করা চুলের স্বাস্থ্য ভালো রাখলেও সময়, সুযোগ বা অর্থের কারণে
অনেক সময়েই তা হয়ে ওঠে না।
এক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে পরিচর্যা চুলের
স্বাস্থ্য ভালো রাখে ও চুল নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে।
“রেফ্রিজারেইটরে না রেখে বরং এক রাত বাইরে
রাখা ঘরে তৈরি টক দই ব্যবহার চুলে ভালো কাজ করে,” বলেন এই রূপ বিশেষজ্ঞ।
এটা চুল পড়া কমাতেও খুব ভালো কাজ করে।
উপকরণ
টক দই। ডিম। কয়েক ফোঁটা কাঠবাদাম বা ক্যাস্টর
তেল।
পদ্ধতি
একটা বাটিতে টক দই নিয়ে তাতে কুসুম সহ
একটা ডিম দিয়ে ফেটে নিতে হবে।
ঘরে কাঠবাদাম বা ক্যাস্টর তেলে থাকলে
কয়েক ফোঁটা তেল যোগ করে ভালো মতো মিশিয়ে নিয়ে মাথার ত্বক ও সম্পূর্ণ চুলে ভালো মতো
মেখে নিতে হবে।
প্যাকটি ব্যবহার করতে হবে পরিষ্কার চুলে।
প্যাক মেখে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট
অপেক্ষা করতে হবে। এরপরে তা শাম্পু করে নিতে হবে। আর শেষে চুলের আগায় সামান্য কন্ডিশনার
ব্যবহার করতে হবে।
এই প্যাক ব্যবহারে চুল তাৎক্ষণিকভাবেই
ঝলমলে হয়ে ওঠে এবং তা নিয়ন্ত্রণ করা সহজ হয়।
ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল
নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।
আরও পড়ুন