ক্যাটাগরি

‘জওয়ান রেডি’, জানালেন শাহরুখ

২০১৮ সালের পর টানা চার বছরে কোনো সিনেমা মুক্তি পায়নি এই বলিউড স্টারের।
মাঝে ছেলে আরিয়ান খানের মাদক মামলাকাণ্ড নিয়েও কম হ্যাপা সামলাতে হয়নি তাকে।

দর্শক, ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার ‘জওয়ান’ সিনেমার টিজার পোস্ট
করলেন শাহরুখ।

১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে শাহরুখকে ভিন্ন রূপে দেখা গেছে। শুধু এক চোখ
বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখকে দেখে বোঝা যায় এটি অ্যাকশনধর্মী সিনেমা।

আইফা অ্যাওয়ার্ডের জন্য আবুধাবিতে ব্যস্ত সময় পার করা শাহরুখ পোস্ট করা
টিজারে লিখেছেন, ‘মেরে জওয়ান ভাই রেডি হ্যায়’। পোস্টটি ‘এসআরকে’ ট্যাগও করেছেন।

এনডিটিভি বলছে, দক্ষিণি পরিচালক অ্যাটনি কুমার পরিচালিত ‘জওয়ান’ প্রযোজনা
করছেন শাহরুখের স্ত্রী গৌরি খান।আর শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি তারকা নয়নতারাকে।

ইনস্টাগ্রামে শাহরুখ লিখেছেন, “২০২৩ এর ২ জুনে অ্যাকশনে ঠাসা এবং বিনোদনে
ভরপুর জওয়ানকে প্রেক্ষাগৃহে আপনার কাছে নিয়ে আসছি।”

‘জওয়ান’ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে
বলে জানান শাহরুখ।

সিনেমার কাহিনী প্রসঙ্গে শাহরুখ বলেন, জওয়ানের গল্প সার্বজনীন, যা সব ভাষা
এবং ভৌগলিক সীমাকে ছিন্ন করে এগিয়ে যায়। তার প্রত্যাশা সবাই উপভোগও করবেন এই সিনেমাটি।

“‘ব্যতিক্রমধর্মী’ সিনেমাটির সম্পূর্ণ কৃতিত্ব আমি পরিচালক অ্যাটলিকে দিতে
চাই, এখানে কাজ করে নতুন অভিজ্ঞতার স্বাদ পেয়েছি, কারণ আমি ‘অ্যাকশন’ ভালোবাসি।”

‘জওয়ান’র টিজারের শেষ প্রান্তে অদ্ভুত হাসি এসে শাহরুখ খানকে বলতে দেখা
গেছে- ‘রেডি’।