জামাইষষ্ঠী একটি লোকায়ত প্রথা। ষষ্ঠীদেবীর
পার্বণ থেকেই এই প্রথার উদ্ভব। বৈদিক যুগ থেকেই জামাইষষ্ঠী পালন হয়ে আসছে। প্রতি বছর
জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। শ্বশুরবাড়ি থেকে
ষষ্ঠীপূজার দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান হয়।
জামাই সস্ত্রীক উপস্থিত হলে ষষ্ঠীপূজা
রুপান্তরিত হয় জামাইষষ্ঠীতে। সনাতন ধর্মালম্বীদের যে পরিবারে সদ্য বিবাহিত কন্যা রয়েছে
সাধারণত সেই পরিবারে এই পার্বণ ঘটা করে পালন করা হয়।
উৎসব পার্বন উৎযাপনে বিশ্বরঙ সবসময়ই অগ্রপথিক।
এবারও তার ব্যাতিক্রম হয়নি।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়, এবার তাদের পোশাকের ধারায় এসেছে ভিন্নতা। ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয়
সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান ছাড়াও বিভিন্ন রকম অর্নামেন্টেড কাপড়।
রংয়ের ব্যবহারে অফ হোয়াইট, সাদা, লাল,
মেরুন, সবুজ, সোনালি-সহ বিভিন্ন রংয়ের মিশ্রণ ঘটেছে। কাজের মাধ্যম হিসাবে এসেছে এম্ব্রয়ডারি,
জারদৌসী, কারচুপি, কাট ওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট-সহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।
বিক্রয়কেন্দ্রগুলো ছাড়াও এসব পোশাক প্রতিষ্ঠানের
অনলাইন ও ফেইসবুক পেইজ থেকেও সংগ্রহ করা যাবে।