ক্যাটাগরি

দক্ষিণ কোরিয়ায় ওয়ালটনের রিসার্চ সেন্টার চালু

দেশটির
একটি ডিজাইন হাউজের সঙ্গে গত ২ জুন চুক্তি করেছে ওয়ালটন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়।

সিউলে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এমডি ও সিইও গোলাম মুর্শেদের উপস্থিতিতে চুক্তি
সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের হেড অব সাপ্লাই চেইন মোহসিন সরদার ও হেড অব সোর্সিং
আমিনুল ইসলাম এবং ওয়ালটন রেফ্রিজারেটরের হেড অব আর অ্যান্ড আই তোফায়েল আহমেদ।

চুক্তি
অনুযায়ী ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের মান ও ডিজাইনে যুগান্তকারী পরিবর্তন আনতে
উভয় কোম্পানি যৌথভাবে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে
জানানো হয়, ওয়ালটন সম্প্রতি ইউরোপীয় তিনটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড এবং এর প্রোডাকশন
প্ল্যান্ট, ৫৭টি দেশে ট্রেডমার্ক, প্যাটেন্ট, ডিজাইন ও সফটওয়্যার লাইসেন্সসহ স্বত্ব
লাভ করে।


প্রসঙ্গে এমডি গোলাম মুর্শেদ বলেন, “দক্ষিণ কোরিয়া নিঃসন্দেহে বর্তমান বিশ্বের ইলেকট্রনিক্স
ও প্রযুক্তিপণ্যের অন্যতম কেন্দ্র। দেশটিতে রিসার্চ সেন্টার স্থাপন এবং খ্যাতনামা একটি
ডিজাইন হাউজের সঙ্গে যৌথভাবে কাজের উদ্যোগ বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের জন্য একটি
জায়ান্ট স্টেপ।

“এতে
ওয়ালটনের সক্ষমতার সঙ্গে দক্ষিণ কোরিয়ার এক্সপার্টাইজ মিলিয়ে ক্রেতারা আন্তর্জাতিক
মানের ইনোভেটিভ ডিজাইনের পণ্য পাবেন।”