এ ঘটনায় বোয়ালখালী থানায় ওই শিক্ষার্থীর মায়ের করা মামলায় শনিবার তিনজনকে গ্রেপ্তার
করা হয়েছে।
গ্রেপ্তার
ব্যক্তিরা হলেন – এমরান হোসেন সাগর (১৯), সানাউল
আলী রিমন (২০) ও কামাল উদ্দিন (২৬)।
বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়েটি শুক্রবার রাতে বাড়ি
থেকে বের হয়ে পেতনশাহ আউলিয়া মাজার গেইট এলাকায় তার পরিচিত এক যুবকের সাথে দেখা
করে।
”এ সময় ওই কিশোরী এবং তার বন্ধুকে দেখে তাদের পূর্ব পরিচিত রিমন ও আরেকজন
মিলে তাদের আটকায়। এ সময় তারা একটি অটো ডেকে আরও একজনকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে
ঘুরিয়ে শাকপুরা এলাকায় কিশোরীর সাথে থাকা যুবককে আটকে রাখে এবং তাকে ধর্ষণ করেছে
বলে মেয়েটির অভিযোগ।”
ওই
কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে
বলে জানান ওসি করিম।