ক্যাটাগরি

মিরপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

শনিবার সকাল ১১টার দিকে মিরপুর ১৩ নম্বরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। তাদের দাবি, হয় বেতন বাড়াতে হবে, নয়তো নিত্যপণ্যের দাম কমাতে হবে।

সারজ নামে এক পোশাক কারখানার শ্রমিক নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ডিমের দাম ১৫ টাকা, কিভাবে বাঁচব?

“মালিককে বলেছি বেতন বাড়াতে, কিন্তু বেতন বাড়াচ্ছে না। তাহলে কী করব আমরা? তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।”

এপেক্স, এমবিএম, সারজ, ভিশন, আইডিএস, কলকা, ঝুকি, ডিমক্স কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নামলে রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকাল সাড়ে তিনটার সময়ও মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বর গোলচত্বরে শ্রমিকদের অবস্থান নিতে দেখা গেছে।

বৃহস্পতিবারও একই দাবিতে আন্দোলন হয়েছিল জানিয়ে কলকা পোশাক কারখানার শ্রমিক ফয়সাল বলেন, “একজন হেলপারের নূন্যতম বেতন ৮ হাজার টাকা, এই টাকায় কি চলা যায়?”

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে উঠানোর চেষ্টা করা হচ্ছে।