ক্যাটাগরি

রাশিয়ায় ধাতবপণ্য নিয়ে যেতে মারিউপোল এসেছে আরেকটি জাহাজ

গত মাসে রাশিয়া ইউক্রেইনের দক্ষিণপূর্বাঞ্চলীয়
শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দ্বিতীয়বারের মতো আরেকটি জাহাজ সেখানে হাজির
হল।

শনিবার বার্তা সংস্থা তাস বন্দর
কর্তৃপক্ষের এক প্রতিনিধির উদ্ধৃতি দিয়েছে, তাতে তিনি বলেছেন, “জাহাজটি এসেছে, বন্দরে
আছে।”  

এখন জাহাজটিতে ধাতবপণ্য বোঝাই
করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহের প্রথমদিকে ধাতবপণ্য
বোঝাই আরেকটি জাহাজ রাশিয়ার উদ্দেশ্যে মারিউপোল বন্দর ছেড়ে যায়। এর পুরোটাই ‘লুটের
মাল’ বলে অভিযোগ ইউক্রেইনের। 

গত মাসের প্রথমদিকে মারিউপোলের
পূর্ণ নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। ওই সময় প্রায় তিন মাস অবরুদ্ধ থাকার পর নগরীটির আজভস্তাইল
ইস্পাত কারখানার ভূগর্ভের বাংকারে লুকিয়ে থাকা প্রায় আড়াই হাজার ইউক্রেইনীয় সেনা আত্মসমর্পণ
করে। রাশিয়া তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এই নগরীটি দখলের মাধ্যমে রাশিয়ার
মূল ভূখণ্ডের সঙ্গে তাদের অঙ্গীভূত করে নেওয়া ক্রাইমিয়ার সরাসরি যোগাযোগের পথ খুলে
যায়।

গত মাসের শেষ দিকে রাশিয়া জানায়,
মারিউপোল বন্দর মাইনমুক্ত করে বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হয়েছে।