সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুরে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি মুনসুর আহমেদ জানান।
নিহত মাসুদ রানা (২২) উপজেলার কুমরি তেঘরিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে। তাতালপুর মডেল টেকনিকেল অ্যান্ড বিএম কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল সে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মাসুদ মোটরসাইকেলে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে মির্জাপুর বড় মসজিদের কাছে বিপরীত দিক থেকে একটি পিক আপ তাকে ধাক্কা দেয়। এ সময় পিক আপটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে মাসুদের মৃত্যু হয়।
“এ সময় একটি অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিক আপটি থানায় আনা হয়েছে। চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মুনসুর।