ক্যাটাগরি

জয়পুরহাটে নিখোঁজ যুবকের লাশ পুকুরে, হত্যার অভিযোগ

উপজেলার
ভীমপুর গ্রাম থেকে রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে পাঁচবিবি থানার ওসি পলাশ
চন্দ্র দেব জানান।

নিহত হাসানুজ্জামান
হাসু (২৪) ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

শফিকুল
অভিযোগ করে বলেন, স্থানীয় এক যুবকের কাছ থেকে তার ছেলে টাকা ধার করেছিল। ধারের
টাকা ফেরত দিতে ওই যুবক তাকে চাপ দিচ্ছিল।

সময়মতো
টাকা ফেরত দিতে না পারায় ছেলেকে হত্যা করা হতে পারে বলে অভিযোগ বাবার।

পাঁচবিবি
থানার ওসি বলেন, শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর হাসু ফেরেননি। রোববার সকালে তার
মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।

“মরদেহ
উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ
জানা যাবে।”