ক্যাটাগরি

মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির এজেন্ডা ফের বাস্তবায়ন চায় বিএনপি: নাছির

শেখ হাসিনার ‘প্রাণনাশের হুমকির প্রতিবাদে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে নগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাছির বলেন, “বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট থেকে। তারা হত্যার রাজনীতি চায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যা প্রচেষ্টায় ব্যর্থ হয়ে এবার আবার ডাক দিয়েছে, ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ বলে। এর বিরুদ্ধে একটিই জবাব, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’।”

তিনি বলেন, “শেখ হাসিনার কাছ থেকে একটি মাত্র হুকুমের অপেক্ষা। তিনি ডাক দিলেই একাত্তরের হাতিয়ার চেতনায় অন্তরে ধারণ করে পরাজিত শক্তির বশংবদ বিএনপিকে ধ্বংস করা সময়ের ব্যাপার মাত্র।

“কারণ তারা ‘চোর না শুনে ধর্মের কাহিনী’। এই বাহিনীর একটি চূড়ান্ত যবনিকা হওয়া প্রয়োজন।”

সাবেক মেয়র নাছির দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “চারিদিকে ষড়যন্ত্র হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্রই আমাদেরকে রুখতে পারবে না।”

প্রতিবাদ সমাবেশে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী নয়। কিন্তু হত্যার মাধ্যমে বিএনপি ক্ষমতা দীর্ঘায়িত করেছে। তারা এখনও হত্যার হুমকি দিচ্ছে।

“শেখ হাসিনা যেভাবে আমাদের নির্দেশ দেবেন, সেইভাবে চলব। আমরা একটি শক্তিশালী বিরোধী দল চাই। কিন্তু ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া পাপবিদ্ধ কোনো দলকে আমরা এই বাংলার মাটিতে চাই না।”

সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা সফর আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন।

অন্যদের মধ্যে নগর কমিটির উপদেষ্টা শেখ মো. ইসহাক ও বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বাংলাদেশ ব্যাংক ভবন, কোতোয়ালি মোড়, দোস্ত বিল্ডিং, নিউ মার্কেট হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এদিকে সকালে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশ করে নগর স্বেচ্ছাসেবক লীগ।

সমাবেশে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু বলেন, “বাঙালি জাতির আবেগ ও শেষ আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক  বক্তব্যদানকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।”

সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বলেন, “বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা নিজেদেরকে রাজপথে উৎসর্গ করার জন্য তৈরি আছি।”

এ সময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন, আবুল হাসনাত মো বেলাল, তসলিম উদ্দিন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম।