ক্যাটাগরি

অনিয়ম: ধানমণ্ডি আইডিয়ালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদেও পরিবর্তন

শনিবার রাতে কলেজের গভর্নিং বডির জরুরি বৈঠকে উপাধ্যক্ষ মুজিবুর রহমানকে
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

তবে শিক্ষকদের আপত্তির মুখে তাকে সেই দায়িত্ব আর দেওয়া হয়নি। রোববার
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আমজাদ হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একজন শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, অধ্যক্ষের ‘অনিয়মের সহযোগী’ হওয়ায়
মুজিবুর রহমানের দায়িত্বে আসার বিষয়ে শিক্ষকদের আপত্তি ছিল।

তবে কলেজের শিক্ষক প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন দাবি বলেন, “মুজিবুর
রহমান দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করায় অন্য শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বেছে
নিতে হয়েছে।”

অধ্যক্ষের বিরুদ্ধে কয়েকজন শিক্ষককে নিয়ে ধানমণ্ডি আইডিয়াল কলেজকে ‘ব্যক্তিগত
প্রতিষ্ঠানের’ মতো পরিচালনার অভিযোগে শুক্রবার
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা,
কর্মচারীদের একাংশ।

তার বিরুদ্ধে পিএইচডি জালিয়াতি, অর্থ আত্মসাত ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
সাথে অশোভন আচরণের অভিযোগ আনা হয়। অধ্যক্ষ ও তার অনুসারী শিক্ষকদের কলেজে অবাঞ্ছিত
ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।

ঘোষণা অনুযায়ী শনিবার সকালে একাডেমিক কার্যক্রম বর্জন করে কলেজে অবস্থান
কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। শিক্ষার্থীদের একাংশও অধ্যক্ষবিরোধী বিক্ষোভে অংশ নেয়।

পরে কলেজের গভর্নিং বডির জরুরি বৈঠক শেষে শনিবার রাতে অধ্যক্ষ জসিম উদ্দিন
আহম্মেদ, মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী ও বাংলা বিভাগের শিক্ষক তরুণ
কুমার গাঙ্গুলীকে বরখাস্ত করা হয়।

বৈঠকে উপস্থিত থাকা পদার্থ বিজ্ঞানের শিক্ষক মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ সদস্যের তদন্ত কমিটি
গঠন করা হয়েছে, তারা অভিযোগ খতিয়ে দেখবে। সে অনুযায়ী পরিবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”