ক্যাটাগরি

ওয়েলসের ৬৪ বছরের বিশ্বকাপ খরা ঘোচাতে মরিয়া বেল

বাছাইয়ের প্লে-অফ ফাইনালে রোববার ইউক্রেইনের মুখোমুখি হবে ওয়েলস। ম্যাচটিতে জিতলেই মিলবে কাতারের টিকেট।

ওয়েলস সবশেষ বিশ্বকাপে খেলেছে ১৯৫৮ সালে, সেখানে কোয়ার্টারে-ফাইনালে তাদের হারিয়েছিল ব্রাজিল।

গত কয়েক মৌসুম ধরেই ক্লাব ফুটবলে সময় ভীষণ খারাপ যাচ্ছে বেলের। ঠিকমতো খেলারই যে সুযোগ পান না তিনি। তারপরও এতদিন একটা ঠিকানা ছিল, রিয়াল মাদ্রিদে। এখন সেটাও নেই। চুক্তির মেয়াদ শেষে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বের্নাবেউকে বিদায় জানিয়ে দিয়েছেন তারকা এই ফরোয়ার্ড।

ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে অবশ্য সেসব বেলকে স্পর্শ করল না। দেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়াই এখন তার একমাত্র লক্ষ্য।

“এটা অনেক বড় ম্যাচ। এটাই সবচেয়ে বড় ম্যাচ কি-না, সেটা বলা মুশকিল। অবশ্যই, (২০১৬ সালে) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা সেমি-ফাইনালে খেলেছিলাম। তবে এবারেরটা যে অনেক বড় ম্যাচ, সেটা বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে লুকানোর কিছু নেই। আমরা কেবল একটি বিশ্বকাপে খেলেছি।”

“আমাদের সবাই বড় মঞ্চে খেলতে চায়, তাই নিশ্চিতভাবেই এটা অনেক বড় একটা পদক্ষেপ। আর হ্যাঁ, আগামীকাল আমাদের সামনে বিশাল এক ম্যাচ যেটা জিততে আমরা মরিয়া এবং আমরা লক্ষ্যে পৌঁছাতে চাই।”

কার্ডিফে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ১০ টায়।