ক্যাটাগরি

কুড়িগ্রামের সীমান্ত থেকে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

শনিবার
রাত সাড়ে ১২টার দিকে বিজিবি তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বলে পাথরডুবি ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর জানান।

আটক কামাল
হোসেন শেখ (৩৮) পাথরডুবির দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি
ময়দান বিওপি ক্যাম্পের বরাতে আব্দুস সবুর বলেন, শনিবার বিকালে বিএসএফ দিঘলটারী ক্যাম্পের
সদস্যরা কামালকে ধরে নিয়ে যায়। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হলে রাতেই
পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে
ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, অবৈধভাবে ভারত যাওয়ায় তার বিরুদ্ধে পাসপোর্ট
আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।