ক্যাটাগরি

গাজীপুরে লাইনচ্যুত বগি রেখেই তেলবাহী ট্রেনকে সরানো হয়েছে

রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে দিকে জয়দেবপুর
লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও
পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাময়িক ব্যাহত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল
ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারটি বগি রেখেই তেলবাহী ট্রেনটিকে দুপুর
আড়াইটার দিকে কালিয়াকৈরের মৌচাক স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এতে লেভেল ক্রসিং এলাকা
মুক্ত হয়েছে; এ পথ দিয়ে অন্যান্য যানবাহন এখন চলাচল করতে পারছে।

“এখানে চারটি লাইন রয়েছে। এর মধ্যে ১ ও ২
নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। কিন্তু বগি পড়ে থাকায় ৩ ও ৪ নম্বর লাইন বন্ধ রয়েছে।”

জয়দেবপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার
মো. সোহরাব হোসেন বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৯৮১ আপ বিটিও তেলবাহী ট্রেনটি
দুপুরে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যায়। জয়দেবপুর লেভেল ক্রসিং পার হওয়ার আগেই ট্রেনটির
পেছনের চারটি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগির সংযোগ হুক ভেঙে যায়।

“এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ
ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল ব্যাহত হয়। কিন্তু কখনও বন্ধ ছিল না।“

লেভেল ক্রসিংয়ে বগি পড়ে থাকায় এ পথ দিয়ে
যাতায়াতকারী যানবাহন বন্ধ হয়ে গিয়েছিল। পথচারীরা ঝুঁকি নিয়ে সেই ক্রসিং এলাকা পার হয়েছেন।

এ পথে জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ
সুপারের কার্যালয়, গাজীপুর আদালত পাড়া, ফায়ার সার্ভিস স্টেশন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ গুরুত্বপূর্ণ
প্রতিষ্ঠান রয়েছে।

গাজীপুরে তেলের ট্রেন লাইনচ্যুত, ঢাকার পথে যোগাযোগ ব্যাহত