রোববার কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন দেশের ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা রয়েছ। এর মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন একটি।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থী মুজিবুল হক চৌধুরীর একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ইভিএমে ভোটদানে গোপন কক্ষে ‘নিজের লোক’ রাখতে চাওয়ার কথা বলা হয়েছে।
মুজিবুল হক চৌধুরীর ওই বক্তব্য যাচাই করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই বক্তব্যের ভিডিওতে দেখা যায়, মুজিবুল হক আঞ্চলিক ভাষায় ভোটারদের বলছেন, ইভিএমে ভোট না হলে ‘রাতেই সব ভোট নিয়ে নিতেন’ তিনি। আইডি যাচাই করে ইভিএমে ভোট দিতে হয়, কষ্ট করে কার্ড নিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দিতে হয়। ছাপ দিতে না জানলে সেখানে তিনি ‘ছাপ দেওয়ার জন্যে মানুষ রাখবেন’।
বিষয়টি ইসির নজরে এলে গত ৩১ মে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইভিএম এ ভোট সম্পর্কে চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর ফেইসবুকে অপপ্রচারের বিষয়ে যাচাইপূর্বক প্রকৃত ঘটনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার, চট্টগ্রামকে নির্দেশ প্রদান করা হয়েছে।”
বৃহস্পতিবার কমিশনের কাছে সেই তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন পেয়ে কমিশন ওই ইউপির ভোট স্থগিতের পাশপাশি প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনে মামলা করার সিদ্ধান্ত নিল।
ইভিএমের চ্যালেঞ্জ শুধু গোপন কক্ষে ‘ডাকাত’: আহসান
ইভিএম: চাম্বল ইউপির প্রার্থীর বক্তব্য যাচাইয়ের নির্দেশ
সাতকানিয়ার এওচিয়ার
ভোটও স্থগিত
‘জোর করে’ প্রার্থিতা প্রত্যাহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলার
সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করা হয়েছে।
১৫ জুন এ ইউপিতে ভোট হওয়ার কথা ছিল।
ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান জানান, রোববার এওচিয়া ইউপির তফসিল স্থগিত সংক্রান্ত
ইসির নির্দেশনা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ ইউপির নির্বাচন পরবর্তী
নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।