ক্যাটাগরি

টি শার্টের লোগো আর মুখের দাড়ি জানাল, লাশটি ফায়ারম্যান রানা মিয়ার

শেষ পর্যন্ত পোড়া শরীরে থাকা টি শার্টে গ্রামের ক্লাবের লোগো আর মুখের দাড়ি দেখে স্বজনরা নিশ্চিত হন, তিনি ফায়ারম্যান রানা মিয়া।

রোববার সকালে ওই দেহটি নিপন চাকমার বলে দাবি করেছিলেন তার ভাই খোকন চাকমা। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার লিডার ৪৩ বছর বয়সী নিপন চাকমাও শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হন।

দুপুরে একই দেহকে নিজের শ্যালক ফায়ার ম্যান রানা মিয়া হিসেবে শনাক্ত করেন বিজিবি সদস্য রাসেল শেখ। ২৪ বছর বয়সী রানা মিয়া কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তিনিও আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা লাশটিকে রানা মিয়ার বলে নিশ্চিত হন। কারণ নিপন চাকমার মুখে দাড়ি ছিল না।

রানা মিয়ার বোনের স্বামী বিজিবি সদস্য রাসেল শেখ জানান, রানা মিয়ার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ের কোদালিয়া গ্রামে। স্থানীয় কোদালিয়া ক্লাবের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। পোড়া লাশের শরীরে কোদালিয়া ক্লাবের টি শার্ট বেঁচে গিয়েছিল কিছুটা। তাতে ওই লোগো দেখেই তিনি নিশ্চিত হন- এটা রানা মিয়ার লাশ।

তাছাড়া রানার মুখে দাড়ি ছিল; পুড়ে যাওয়া মুখে এক গোছা দাড়িও দেখার কথা জানালেন রাসেল শেখ। 

চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত প্রশিক্ষণ কেন্দ্র কর্মরত এই বিজিবি সদস্য বলেন, সকালে তারা জানতে পারেন যে রানা মিয়া আগুন নেভাতে গেছেন। দুই বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন রানা। প্রশিক্ষণের পর কুমিরা ছিল তার প্রথম কর্মস্থল। বাবার নাম তান্নু মিয়া। দুই ভাই ও এক বোনের মধ্যে রানা সবার ছোট।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুড়ে যাওয়া ৪১টি লাশ রয়েছে। লাশ শনাক্তের জন্য সেখানে সহায়তা করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম জেলা পিবিআইয়ের পরিদর্শক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম মেডিকেলে মোট ৪১টি লাশ আছে। প্রাথমিকভাবে পরিবারের সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে ১৭টি লাশ শনাক্ত করা হয়েছে। অনেকগুলো লাশ পুড়ে যাওয়ায় ঠিকমতো শনাক্ত করা যাচ্ছে না।

“যে লাশগুলো নিয়ে কনফিউশন দেখা যাচ্ছে, সেগুলোর ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেলে তা রাখা হবে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। শনাক্ত হওয়া ১৭টি লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন:


‘বারবার বিস্ফোরণ, বিষাক্ত ধোঁয়া’: বেঁচে ফেরাদের বর্ণনায় কন্টেইনার ডিপোর নরককুণ্ড


টি শার্টের লোগো আর মুখের দাড়ি জানাল, লাশটি ফায়ারম্যান রানা মিয়ার


‘ডিপোতে ট্রাক আছে, ভাই নেই’


সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন, বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪১


‘বাবা, আমার একটা পা উড়ে গেছে’


‘রক্ত ও ডাক্তার চাই’, আহতদের আর্তনাদ চমেক হাসপাতালে