ক্যাটাগরি

দাভিদ দে হেয়ার রেকর্ড ছুঁলেন রোনালদো

সমর্থকদের ভোটে শনিবার স্যার ম্যাট বাসবি পুরস্কার জয়ী হিসেবে রোনালদোর নাম ঘোষণা করে ইউনাইটেড কর্তৃপক্ষ। ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে ফেরার প্রথম মৌসুমেই সেরার পুরস্কারটি পেলেন ৩৭ বছর বয়সী তারকা।

এই নিয়ে রেকর্ড চতুর্থবার পুরস্কারটি জিতলেন তিনি। প্রথম মেয়াদে ২০০৩-০৪, ২০০৬-০৭, ২০০৭-০৮ মৌসুমে জিতেছিলেন তিনি। চারবার এটি জিতে প্রথম রেকর্ডটি গড়েন গোলরক্ষক দাভিদ দে হেয়া।

প্রিমিয়ার লিগের গত আসরে ৩০ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেন রোনালদো। সঙ্গে করেন তিনটি অ্যাসিস্ট। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে তিনি ৩৯ ম্যাচে করেন ২৪ গোল। স্কোরিংয়ের হিসেবে কোনো সতীর্থই ছিল না তার ধারেকাছে।

রোনালদোর এত বেশি গোলের পরও গতবার কোনোমতে ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে ইউনাইটেড। জায়গা করে নেয় ইউরোপা লিগে।