সনির ঘোষণা অনুযায়ী, মার্ভেলের ‘স্পাইডার-ম্যান
রিমাস্টার্ড’ গেইমটি পিসিতে আসবে এ বছরের ১২ আগস্ট। গেইমটি ‘পিএস৫’-এর ‘লঞ্চ টাইটেল’
হিসেবে আত্মপ্রকাশ করেছিল।
পিসিকে প্লেস্টেশন কনসোলের একটি সহযোগী
প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে আসছিল সনি। মার্ভেলের ‘স্পাইডার-ম্যান’
গেইমটি প্রকাশের মাধ্যমে সেই প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।
‘গডস অফ ওয়ার’, ‘ডেইস গন’ এবং ‘হরাইজন:
জিরো ডন’-এর মতো পূর্ববর্তী প্লেস্টেশন-এক্সক্লুসিভ গেইমের তালিকায় নতুন গেইম হিসেবে
যোগ হচ্ছে ‘স্পাইডার-ম্যান রিমাস্টার্ড’।
সনি অবশ্য গেইমটির পিসি সংস্করণের
দাম এখনও প্রকাশ করেনি। তবে, আগের অন্যান্য গেইমের মতোই ‘স্টিম’ ও ‘এপিক গেইমস স্টোর’-এ
মিলবে গেইমটি।
গেইমটির রিমাস্টার্ড সংস্করণে ‘ডিএলসি’
এবং ‘পিএস৫’-তে বেশ কয়েকটি নতুন গ্রাফিকাল ফিচার এসেছে, যেগুলোর একটি হচ্ছে ‘রে ট্রেসিং’।
একই ধরনের সুবিধা গেইমটির পিসি সংস্করণেও থাকবে বলে ধারণা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক
সাইট ভার্জ।
প্রদর্শনীতে সনি গেইমটির ‘আলফা ফুটেজ’
দেখালেও, নির্মানাধীন কাজ হিসেবে এটি ভালোই দেখাচ্ছে বলে মন্তব্য প্রতিবেদনের।
অন্যদিকে, মার্ভেলের ‘স্পাইডার-ম্যান:
মাইলস মোরালস’ গেইমটি পিসিতে আসাবে আগামী বসন্তের কোনো এক সময়ে। বিষয়টি নিজস্ব ব্লগ
পোস্টে নিশ্চিত করেছে নির্মাতা ‘ইনসমনিয়াক গেইমস’।
প্লেস্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত
‘স্পাইডার-ম্যান রিমাস্টার্ড’ গেইমের ট্রেইলার নিজস্ব টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে
নির্মাতা।