দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, উপজেলার পূর্ব চন্দ্রপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরদিন রাতে মেয়েটির মা বাদী হয়ে এ মামলা করেন।
আট বছরের মেয়েটির বাড়ি ওই এলাকায়; সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ে। আর ওই কিশোরের বাড়িও একই এলাকায়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঞা জানান।
মামলার বরাতে ওসি হাসান বলেন, “প্রতিবেশী মেয়েটিকে ঘরে একা পেয়ে ছেলেটি তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে মেয়েটি আহত হয়।
এক পর্যায়ে তার চিৎকার ও কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে ছেলেটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।