ক্যাটাগরি

বরিশালে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

শনিবার
সকালে অভিযোগ পেয়েছেন বলে উজিরপুর থানার ওসি আলী আর্শাদ জানিয়েছেন।

ওসি
অভিযোগের বরাতে বলেন, শুক্রবার রাতে ঘর থেকে বের হয়ে বাথরুমে যাওয়ার সময় তাকে
ধর্ষণের চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

অভিযোগ
তদন্ত করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, সত্যতা থাকলে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।
ছাত্রীকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ওয়ানস্টপ
ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

তার
আগে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বাস্থ্য
কমপ্লেক্সের চিকিৎসক রাখাল বিশ্বাস জানান, তার কাছে চিকিৎসার জন্য এসেছিলেন তরুণী।
মারধরের চিহ্ন রয়েছে তার গায়ে। ধর্ষণচেষ্টার অভিযোগ থাকায় তাকে বরিশাল পাঠানো হয়।

উপজেলার
জল্লা ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইদ্রিস বলেন, “এই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের
সম্পর্ক রয়েছে। তারা একবার বাড়ি থেকে পালিয়ে বিয়ের চেষ্টা করেছিল। পড়াশোনা শেষ হলে
তাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে পরিবার।”