ক্যাটাগরি

বুস্টার ডোজ: সপ্তাহের লক্ষ্যমাত্রার ৮.৫৩% টিকাদান প্রথম দিনে

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ভ্যাকসিন
ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
এ তথ্য জানান।

এক সপ্তাহে ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার
মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যে শনিবার সকালে এই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে,
যা ১০ জুন পর্যন্ত চলবে।

সেই হিসাবে কর্মসূচির প্রথম দিন টিকা
নিয়েছেন লক্ষ্যমাত্রার ৮ দশমিক ৫৩ শতাংশ মানুষ।

১৬ হাজার ১৮১টি টিকাদান কেন্দ্রে
শনিবার সকাল ৯টা থেকে যারা কোভিড টিকার তৃতীয় ডোজ নিয়েছেন, তাদের ৬ লাখ ৩৮ হাজার ২৭১
জন নারী এবং ৫ লাখ ৭১ হাজার ২০৬ জন পুরুষ।

সব মিলিয়ে এ পর্যন্ত দেশে টিকার বুস্টার
ডোজ পেয়েছেন মোট ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৮১০ জন।

শনিবার স্বাভাবিক টিকাদান কার্যক্রমের
আওতায় প্রথম ডোজ নিয়েছেন ১৩ হাজার ৩৩৮ জন  একং
৭৪ হাজার ৯৭৭ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত কোভিড টিকার
প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৫৭২ জন, যাদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন
১১ কোটি ৭৮ লাখ ৩১ হাজার ৫৯১ জন।

বাংলাদেশে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি
করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয়
ডোজ দেওয়ার কার্যক্রম।

আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ
বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।