ক্যাটাগরি

সাভার সড়কে ত্রিমুখী সংঘর্ষ: ৩ বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, বোরবার সকাল ৯টার দিকে উপজেলার বলিয়াপুরের ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।  

হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।    

ওসি বলেন, বলিয়াপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকামুখী গরুবোঝাই একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঢাকা থেকে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী মিনিবাস যাত্রীবাহী বাসে সামনে থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।