অগ্নিকাণ্ডে নিহতদের দাফন-কাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসার্থে এ অর্থ ব্যয় করা হবে বলে রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে এক হাজার শুকনো খাবারের প্যাকেটও বরাদ্দ দেওয়া হয়েছে।
শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি একটি কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪১ জনের মানুষের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি করা হয়েছে দগ্ধ ও আহত শতাধিক ব্যক্তিকে।