ক্যাটাগরি

সুগন্ধি স্থায়ী করার উপায়

তবে কয়েকটি কৌশল অনুসরণ করলে সুগন্ধির
স্থায়িত্ব বাড়ে।

ভারতের প্রসাধনী তৈরির প্রতিষ্ঠান ‘কেলিন
ন্যাচারালস’য়ের ব্যবস্থাপনা পরিচালক অজিত ডালমিয়া বলেন, “আমাদের অধিকাংশেরই সমস্যা
হল সুগন্ধি স্থায়ী না হওয়া। বিশেষ করে যারা বেশি ঘামে।”

ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে সুগন্ধির
স্থায়িত্ব বাড়ানোর কয়েকটি কৌশল সম্পর্কেও জানিয়েছেন তিনি।

গোসলের পর পরই ব্যবহার

সুগন্ধির স্থায়িত্ব নির্ভর করে কখন ও
কীভাবে তা ব্যবহার করা হল এর ওপর। গোসলের পরে লোমকূপ উন্মুক্ত থাকে এবং শরীর সহজেই
সুগন্ধ শোষণ করে নেয়।

তাই সুগন্ধির স্থায়িত্ব বাড়াতে হালকা
ভেজা অবস্থায় ব্যবহার ও শুকানো পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়। 

আর্দ্র ত্বকে ব্যবহার

ত্বকে সুগন্ধি ব্যবহারের আগে নিশ্চিত
হয়ে নিতে যেন তা আর্দ্র থাকে। আর্দ্র ত্বকে সুগন্ধি ব্যবহার এর ঘ্রাণ

পাল্স পয়েন্টে ব্যবহার

দেহের ‘পাল্স পয়েন্ট’য়ে সুগন্ধি ব্যবহার
করা সবচেয়ে বেশি কার্যকর। কব্জি, গলা, কনুইয়ের ভেতরের অংশ বা ঘাড়ের পেছনের অংশ সুগন্ধি
ব্যবহারের উপযুক্ত স্থান।

সুগন্ধি ব্যবহারের পরে না ঘষা

কব্জিতে সুগন্ধি ব্যবহারের পরে তা ঘষা
ঠিক নয়। ঘষর্ণের ফলে সুগন্ধির রাসায়নিক উপাদানগুলো ভেঙে যায় ফলে ‘টপ নোট’ দ্রুত নষ্ট
বা হালকা হয়ে যায়। রোল-অন ব্যবহারের ক্ষেত্রে তা কেবল মেখে নিলেই যথেষ্ট।

সুগন্ধি ব্যবহারের আগে ভ্যাসলিন ব্যবহার করা

সুগন্ধি ব্যবহারের আগে ত্বকে সামান্য
পরিমাণে ভ্যাসলিন ব্যবহার করে নিলে এর স্থায়িত্ব বাড়ে। ভ্যাসলিন ময়েশ্চারাইজার হিসেবে
কাজ করে সুগন্ধি আটকে রাখতে সহায়তা করে। ফলে স্থায়িত্ব বাড়ে।

আরও পড়ুন


সুগন্ধি কেনার সময় যা মাথায় রাখবেন
 

গ্রীষ্মে সুগন্ধি ব্যবহারের নিয়ম
 

গরমে সুগন্ধি বাছাই