ক্যাটাগরি

সুনামগঞ্জ হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের পাশের একটি হাওর থেকে রোববার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস জানান।

মৃত রাধিকা চন্দ্র দাস (২৫) ওই গ্রামের চাকুয়া গ্রামের রাকেশ দাসের ছেলে।

সুবল বলেন, রাধিকা শনিবার রাতে হাওরে মাছ ধরতে যান। সকালে হাওরে তার পোড়া লাশ পড়ে থাকতে দেখেন মৎস্যজীবীরা। পরে স্বজনদের খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করেন।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, রাধিকার মৃতদেহ পোড়া ছিল; বজ্রপাতে তিনি মারা গেছেন বলে স্বজন ও স্থানীয়রা জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সহায়তা করা হবে।