সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক
এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ৭০ শতাংশ
সূচক বেড়েছে।
টানা দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন পদক্ষেপে ঘুরে
দাঁড়াতে শুরু করেছে বাজার।
রোববারের উত্থানসহ সব মিলিয়ে সাত কার্যদিবসে ৩০৯ দশমিক ৭৪
পয়েন্ট সূচক বেড়েছে ডিএসইতে।
গত ২৫ মে ডিএসইএক্স সূচক ছিল ৬ হাজার ১৮৭ পয়েন্টে। এরপর
টানা বেড়ে সাত কার্যদিবসে রোববার সূচক হয়েছে ৬ হাজার ৪৯৭ দশমিক ৩৯ পয়েন্ট, বেড়েছে প্রায়
৫ দশমিক শূন্য ১ শতাংশ।
এর আগে বিশ্ব বাজারে
অস্থিরতা আর ডলারের দাম চড়ে যাওয়ার খবরে আতঙ্কের মধ্যে ক্রমাগত দরপতন হয় দেশের
পুঁজিবাজারে।
শেয়ার বিক্রির হিড়িকে গত ৯
মে থেকে ২২ মে আট লেনদেন দিবসে টানা পতন ঘটে সূচকে। সেই আট দিনে ডিএসই সূচক হারায়
৫৫৫ দশমিক ৪০ পয়েন্ট বা ৮ দশমিক ২৯ শতাংশ।
এরপর ডিএসইতে ২৩ মে ১১৯
পয়েন্ট সূচক বাড়লেও একদিন বাদেই আবার টানা দুই দিন সূচক কমে। এর পর
থেকে বাড়তে থাকে সূচক।
রোববার ঢাকার বাজারে ৯৫০
কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৫৭ কোটি টাকা।
ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ২০২ টির দর বেড়েছে, ১২৪টির কমেছে এবং ৫২টির
দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে
ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২৬ দশমিক শূন্য ৭
পয়েন্ট হয়েছে।
আর ডিএস৩০ সূচক ১৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে হয়েছে ২
হাজার ৩৭৩ দশমিক ৮০ পয়েন্ট।