ক্যাটাগরি

প্রকল্প অনুমোদনে অগ্রাধিকারে জোর দিতে বললেন প্রধানমন্ত্রী

তিনি চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারদরের ঊর্ধ্বগতি
ও পণ্য সরবরাহে সংকটের মধ্যে দেশে খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সবাইকে মিতব্যয়ী
হওয়ার পরামর্শও দিয়েছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তিনি।

‘বৈশ্বিক এ মন্দার সময়ে’ বেছে বেছে প্রকল্প নেওয়া হবে জানিয়ে শেখ
হাসিনা বলেন, “আমরা এই প্রতিকূল অবস্থার মধ্যেও বাজেট দিতে যাচ্ছি। ভালোই বাজেট মোটামুটি
আমরা মনে করি। আজকে সেটা বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেব।

“এখানেও আমি এইটুকু অনুরোধ করব প্রত্যেকটা মন্ত্রণালয়, এখানে মন্ত্রীরা
আছেন, সচিবরা আছেন, পরিকল্পনা কমিশনে যারা আছেন- তাদেরকে আমি অনুরোধ করবো আমরা আপনাদের
বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্প অনুমোদন করে দেব, আমরা নেব এটা ঠিক। কিন্তু এগুলো
বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের অগ্রাধিকারটা ঠিক করতে হবে।“

সরকারপ্রধান বলেন, “কোনটা আমার এক্ষুণি প্রয়োজন সেগুলো আমরা করব,
আর যেগুলো এক্ষুণি প্রয়োজন নেই সেগুলো একটু ধীর গতিতে করব। যেন আমাদের অর্থনীতির উপর
চাপটা না আসে।

“যেখানে সারা বিশ্বব্যাপী এই মন্দা এবং বিশ্বব্যাপী একটা দুর্ভিক্ষ
অবস্থার দিকে যাচ্ছে সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেজন্য টাকা খরচের ক্ষেত্রে
বা সব ক্ষেত্রেই আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে। অহেতুক আমাদের সম্পদ যেন আমরা ব্যয়
না করি। সেগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। আমরা যদি খুব ভালোভাবেই হিসেব করে চলতে পারি
তাহলে আমাদের দেশে কোনো সমস্যা হবে না।“

করোনাভাইরাস মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক
মন্দা, আন্তর্জাতিক বাজারদরের ঊর্ধ্বগতি এবং সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সবাইকে
সব কিছু ব্যবহারে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, “যেগুলো আমাদের আমদানি করতে হয় তার তো দাম বেড়ে যাচ্ছে।
আমাদের জাহাজ ভাড়া বেড়ে গেছে। আর তাছাড়া যেখানে যেখানে উৎপাদন হত উৎপাদন হ্রাস পেয়েছে
এবং সেখানে যুদ্ধ এবং করোনার কারণে। তার ফলে আমাদের দেশের ভিতরে মূল্যস্ফীতি বা জিনিসের
দাম বাড়বে।

প্রধানমন্ত্রী কৃচ্ছ্রসাধনের পরামর্শ দিয়েছেন: মান্নান
 

“সবাই যদি একটু সাশ্রয়ী হয়, মিতব্যয়ী হয় বা সব ব্যবহারে সবাই যেন
একটু সতর্ক হয় তাহলে খুব সমস্যা হওয়ার কথা না। আর দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে, এটা
যে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এই কথাটাও দেশবাসীর সামনে তুলে ধরতে হবে।“

শেখ হাসিনা বলেন, “করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এটা আমাদের অর্থনীতির
ওপর বিরাট প্রভাব ফেলেছে। শুধু আমরা না সমস্ত পৃথিবীর উন্নত দেশ, অনুন্নত দেশ সব দেশেই
সমস্যা। দ্রব্যমূল্যের চাপ, ইউরোপে এখন এমন এমন দেশ আছে যেখানে ১৭ পারসেন্ট থেকে ৫০
পারসেন্ট পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে গেছে।

“জার্মানির মত জায়গায় ভোজ্য তেলের অভাব, একমাত্র অলিভ অয়েল ছাড়া
কিছুই পাওয়া যাচ্ছে না। ইংল্যান্ডের মতো জায়গায় সেখানে তেল নির্দিষ্ট করে দেওয়া, এক
লিটারের বেশি কেউ নিতে পারবে না। আমেরিকায় ইনফ্লেশন আট ভাগের ওপর উঠে গেছে, ১০ ভাগে
পৌঁছে যাবে। ১ ডলারের ডিজেল-পেট্রোল এখন ৪ ডলারের ওপর উঠে গেছে। সেখানেও এখন মানুষ
এক বেলা খেতেই কষ্ট।“
বিশ্বব্যাপীই এ অবস্থা বিরাজমান উল্লেখ করে তিনি বলেন,
“তারপরও আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছি। কিন্তু এর প্রভাব তো পড়বে।“

বৈশ্বিক মন্দার মধ্যেও সরকার বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে
সক্ষম হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখানে অনেকে সমালোচনা করেন। তার পরেও বলব
আওয়ামী লীগ সরকার আছে বলে তাও কিছু নিয়ন্ত্রণ করতে পারছি। এটা যদি অন্য কেউ থাকতো
দেশের যে কী অবস্থা হত, রাস্তায় রাস্তায় মারামারি শুরু হয়ে যেত। কাজেই সেটা হয়নি।
আমরা সেই জায়গা থেকে দেশকে মুক্ত রাখতে পেরেছি।“

দেশে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “সেজন্য আমাদের মাটি-মানুষ
আছে, এই মাটি মানুষ নিয়েই আমাদের উৎপাদন বাড়াতে হবে, মানুষের চাহিদা পূরণ করার চেষ্টা
করতে হবে। যার জন্য আমি জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে ডাক দিয়েছি যে এক ইঞ্চি জমিও
যেন অনাবাদী না থাকে।

“আমাদের খাবার আমরা উৎপাদন করব। আমরা নিজেরা তো ব্যবহার করবই আবার
অন্যকেও সহযোগিতা করতে পারব। এবং আমরা তা পারি। আমাদের সেভাবে দেশের মানুষকে বলতে হবে।“
বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং সেটা প্রতিষ্ঠিত করে সামনের দিকে আরও
এগিয়ে যেতে হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।