ক্যাটাগরি

বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২

বুধবার দুপুর পৌনে ১টায় কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট
জেলা সদর হাসপাতালে ওই তরুণী মারা যান বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন
জানান।

ওই তরুণীর (১৯) গ্রামের বাড়ি বরগুনা জেলার
বামনা উপজেলায় হলেও পরিবার দক্ষিণ যাত্রাবাড়ীতে ভাড়া থাকে।

গ্রেপ্তার দুজন হলেন- দক্ষিণ যাত্রাবাড়ীর
বাসিন্দা কামরুল আলম (২০) এবং একই এলাকার আরিফ রহমান (২১)।

ওসি সাংবাদিকদের বলেন, ১১ মে চার বন্ধুর
সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন তরুণী। তারা হোটেল-মোটেল জোনের ‘বিচ হলিডে’তে উঠেন।

১৪ মে সকালে অসুস্থ অবস্থায় তরুণীকে হাসপাতালে
নিয়ে আসেন দুই বন্ধু। পরে অবস্থা খারাপ হতে থাকায় তাকে ওই দিনই আইসিইউতে ভর্তি করা
হয়। এ সময় বন্ধুরা চিকিৎসককে জানায়, তারা পরষ্পরের কাজিন। অতিরিক্ত মদপানে তরুণী অসুস্থ
হয়ে পড়েছেন।

“১৬ মে তরুণী অবস্থা খারাপ হলে তার বাবা-মাকে
খবর দেওয়া হয়। ১৭ মে কামরুল ও আরিফকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে
পাঠানো হয়। অন্য দুই বন্ধু পালিয়ে গেছে।

তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের
মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ওসি।