ক্যাটাগরি

মেঘনার মোহনায় গমবোঝাই জাহাজের তলা ফুটো

বুধবার বেলা ৩টার দিকে রামগতি উপজেলার তিল্লার চর এলাকার কাছে ‘এমভি তামিম’ জাহাজটির তলা ফেটে যায়। জাহাজটির ডুবে যাওয়ার ছবিও এসেছে বিভিন্ন মাধ্যমে।

তবে বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা দাবি করেছেন, জাহাজটিকে পুরোপুরি ডোবেনি, একটি খালে নিয়ে পাড়ে ভেড়ানো হয়েছে।

এতে থাকা ১২ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে।

এমভি তামিম মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বড় জাহাজ থেকে গম বোঝাই করে নারায়ণগঞ্জের দিকে রওনা হয়েছিল।

জাহাজটি হজরত শাহ আমানত এন্টারপ্রাইজের মালিকানাধীন। তবে এটি সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের অধীনে চলাচল করছিল।

সমতা লজিস্টিকসের নির্বাহী পরিচালক জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিল্লার চর এলাকায় পৌঁছানোর পর পানির নিচে অদৃশ্য বস্তুর আঘাতে এর সামনের হেজের তলা ফেটে পানি প্রবেশ করে।”

তখন জাহাজটিতে থাকা ১২ জন নাবিকের সবাইকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজটি পুরোপুরি ডুবে যায়নি। তলদেশ ফুটো হয়ে যাওয়ার পর তিল্লার চর এলাকায় একটি খালে সেটি বিচ করা হয়েছে।”

এমভি তামিমে ভারত থেকে আসা ১৬০০ টন গম ছিল। এসব গমের আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি ৬৪ লাখ টাকা। এই গম খালাসের পর নাবিল অটো ফ্লাওয়ার মিলের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।