দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়নি পিটের। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই অফ স্পিনার দেশের হয়ে খেলেছেন নয়টি টেস্ট।
আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন ৩০ বছর বয়সী পিট। খেলতে চান আগামী গ্রীষ্মে দেশটিতে হতে যাওয়া ফ্রাঞ্চাইজি ভিত্তিক মাইনর লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
যুক্তরাষ্ট্রের হয়ে খেলার জন্য যে যোগ্যতা লাগবে তা পূরণ করে দেশটির হয়ে আইসিসি ইভেন্টে অংশ নেওয়ার ইচ্ছা পিটের। ইএসপিএনক্রিকইনফোকে এমনটিই জানান তিনি।
“গত বছর যুক্তরাষ্ট্রকে ওয়ানডে স্ট্যাটাস দেওয়া হয়েছে, তাই প্রশ্নটা (যুক্তরাষ্ট্রের হয়ে খেলার ইচ্ছা) কোনোভাবেই অমূলক নয়।”
কেবল জাতীয় দলই ছাড়ছেন না পিট, ছাড়ছেন ফ্রাঞ্চাইজি দল কেপ কোবরাকেও, যে দলের হয়ে খেলেছেন এক দশক ধরে। ক্যারিয়ারজুড়ে পরিচিত আঙিনা ছেড়ে এক অজানার উদ্দ্যেশে পা বাড়াচ্ছেন তিনি। এর আগে কখনও যুক্তরাষ্ট্রে যাননি পিট। জানেন না সেখানে গিয়ে কোথায় উঠবেন।
“থাকার জন্য আমার পছন্দের তালিকায় থাকবে চারটি শহর- নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস অথবা সিয়াটল, বাকিটা হবে সারপ্রাইজ।”
২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া পিট দেশের হয়ে সবশেষ খেলেন গত অক্টোবরে, রাচি টেস্টে ভারতের বিপক্ষে।