ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।
পরে অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোজিনা বলেন, “বস্তির চারটি ছোট ঘর, একটি রিকশার গ্যারেজ এবং একটি খাবার হোটেলে আগুন লেগেছিল। আগুনে দেড়শ রিকশা পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।”
বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।