ক্যাটাগরি

সুনামগঞ্জে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় উপজেলার
বাদাঘাট ইউনিয়নে সুন্দরপাহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে তাহিরপুর থানার ওসি
আব্দুল লতিফ সরদার জানান।

নিহতরা হলো- সুন্দরপাহাড়ি গ্রামের
আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর রহমানের মেয়ে রিতা বেগম (১২) এবং আজিজ
মিয়ার ছেলে আমিরুল ইসলাম (১১)।

আহতদের মধ্যে কয়েকজনকে তাহিরপুর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন
প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

বাদাঘাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর
ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন বলেন, পানি বাড়তে থাকায় সকালে সুন্দরপাহাড়ি গ্রামের
কৃষকরা স্বজনদের নিয়ে ক্ষেত থেকে বাদাম তোলতে যান। হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত
শুরু হলে এ দুর্ঘটনা ঘটে।

“হাবিব রহমান ও রিয়া মনিকে আশঙ্কাজনক
অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

ওসি লতিফ জানান, তিনিসহ উপজেলা প্রশাসনের
লোকজন ঘটনাস্থলে রওনা দিয়েছেন।