নিহত
শফিউল ইসলাম (৫৫)পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের কৃষ্ণুপুর মধ্যপাড়া গ্রামের
বাছের উদ্দিনের ছেলে।
ওই
ইউনিয়নের রওশনবাগ বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হত্যা করা
হয় বলে পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান।
তিনি
প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “মাদকাসক্ত ছেলে ছাদেকুল নেশা করার টাকা না পেয়ে
ক্ষিপ্ত হন। পরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা শফিউলকে হাসপাতালে
নেওয়ার পথে তিনি মারা যান।”
একই
সময় স্থানীয় লোকজন ধাওয়া করে ছাদেকুলকে আটক করে পুলিশে দেয় জানিয়ে তিনি বলেন, এ নিয়ে
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।