ক্যাটাগরি

ধামরাইয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ মিলল পুকুরে

বৃহস্পতিবার
সকালে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে উপজেলার কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের
এসআই মজিবর রহমান জানান।

নিহত
ওমর ফরুক (১৮) উপজেলার নান্না এলাকার বদীর উদ্দীনের ছেলে। সাটুরিয়া সৈয়দ কালু শাহ্
ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন ফারুক।

এসআই
মজিবর পরিবারের বরাতে জানান, ফারুক তার বাবা-মায়ের মৃত্যুর পর মামা রফিকুল ইসলামের
বাড়িতে থেকে লেখাপড়া করতেন। বুধবার দুপুরের পর থেকে ফারুকের খোঁজ মিলছিল না। রাতে
তার মামা থানায় জিডি করেন। সকালে বাড়ির কাছে পুকুরে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে
খবর দেয়।

নিহতের
শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে এসআই বলেন, ফারুক সাঁতারও জানতেন না। মৃত্যুর
কোনো কারণও এখনও পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করার পাশাপাশি থানায় মামলার প্রস্তুতি চলছে।