তারা হচ্ছেন ভোলাহাট উপজেলার বিরেশ্বরপুর গ্রামের মো. শফিকুল ইসলামের আড়াই বছর বয়সী ছেলে মো. হাসান আলী ও গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী মাবিয়া বেগম (৬০)।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টরের ধাক্কায় মাবিয়া বেগম নিহত হন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিরেশ্বরপুর আনসার-ভিডিপি ক্লাবের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রলি ধাক্কা দিলে হাসান আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান।