ক্যাটাগরি

গাফফার চৌধুরী অম্লান থাকবেন তার গানে, লেখায়: রাষ্ট্রপতি

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেছেন, গাফফার
চৌধুরীর লেখা একুশের অমর সেই গান বাঙালি জাতিকে ভাষা আন্দোলন ও মুক্তির আন্দোলনে অসীম
সাহস ও প্রেরণা যুগিয়েছিল।

“তার মৃত্যু দেশের সাহিত্য ও সাংস্কৃতিক
অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। কালজয়ী গান ও লেখার মাধ্যমে তিনি প্রতিটি বাঙালির
হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন।”

বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচিয়তা
গাফফার চৌধুরী। স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক পাওয়া এ লেখকের বয়স হয়েছিল ৮৮ বছর।

রাষ্ট্রপতি তার শোক বার্তায় বলেন, “আব্দুল
গাফফার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ প্রগতিশীল, সৃজনশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
একজন অগ্রপথিককে হারাল। তিনি একজন বিশিষ্ট কলামিস্ট। লেখনীর মাধ্যমে তিনি আজীবন মুক্তিযুদ্ধের
চেতনা বিকাশে কাজ করে গেছেন।”

বাংলাদেশের ইতিহাসের নানা বাঁক বদলের সাক্ষী
গাফফার চৌধুরী ছিলেন একাত্তরের মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলার নির্বাহী
সম্পাদক। ১৯৭৪ সাল থেকে লন্ডনে বসবাস করলেও মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক
চেতনার পক্ষে তার কলম সোচ্চার ছিল বরাবর। 

প্রবাসে থেকেও ঢাকার পত্রিকাগুলোতে তিনি
যেমন রাজনৈতিক ধারাভাষ্য আর সমকালীন বিষয় নিয়ে একের পর এক নিবন্ধ লিখে গেছেন, তেমনি
লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, স্মৃতিকথা ও প্রবন্ধ।

রাষ্ট্রপতি প্রয়াত গাফফার চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।