বৃহস্পতিবার রাতে র্যাব-৭ এর এক বার্তায় জানানো হয়, লোহাগাড়া উপজেলার পাহাড়ি এলাকায় তাদের অভিযানে গুলিবিদ্ধ হন কবির। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
আসামির দায়ের কোপে কবজি বিচ্ছিন্ন কনস্টেবলের
পুলিশের কবজি বিচ্ছিন্ন: লামা থেকে আসামির স্ত্রী গ্রেপ্তার
গত ১৫ মে সকালে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মো. কবির নামে ওই আসামিকে ধরতে বাদীকে নিয়ে অভিযানে যায় পুলিশ। কবির তখন দা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।
তার দায়ের কোপে লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বাদী এবং অন্য এক কনস্টেবল আহত হন। উন্নত চিকিৎসার জন্য জনিকে পরে ঢাকায় পাঠানো হয়।
ওই ঘটনায় পুলিশের করা মামলায় বান্দরবানের লামা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে কবিরের স্ত্রী রুবি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।