বৃহস্পতিবার
এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে মাউশি।
৫১৩
জনকে নিয়োগ দিতে গত শুক্রবার
৬১টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।
মোট ১ লাখ ৮৩
হাজার জন প্রার্থী এ
পদের জন্য আবেদন করেছিলেন।
পরীক্ষা
শুরুর আগেই সামাজিক যোগাযোগ
মাধ্যমে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ
আসে। পরে অভিযান চালিয়ে
৫ জনকে গ্রেপ্তার করে
পুলিশের গোয়েন্দা শাখা।
বৃহস্পতিবারের
বিজ্ঞপ্তিতে মাউশি বলেছে, ‘অনিবার্য কারণে’ এ পরীক্ষা বাতিলের
সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।