ক্যাটাগরি

কুষ্টিয়ায় ’ছেলের লাঠির আঘাতে’ বাবার মৃত্যু

শুক্রবার
সকালে বাবু শেখ (৪৫) নামে এই ব্যক্তি  মারা
যান বলে সদর থানার ওসি সাব্বিরুল আলম জানান।

বাবু সদর
উপজেলার মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন
তিনি।

ওসি আলম
স্থানীয়দের বরাতে বলেন, বাবু কয়েক দিন আগে বাড়ি মেরামতের জন্য কুষ্টিয়া আসেন। কিন্তু
মেজো ছেলে রমিজের (২০) সঙ্গে টাকা-পয়সা নিয়ে প্রায়ই তার ঝগড়া হয়। সকালে বাগবিতণ্ডার
একপর্যায়ে রমিজ লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। স্থানীয়রা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে
নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ
রমিজকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি সাব্বিরুল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে
পাঠানো হয়েছে।