প্রতীকী ছবি
ঢাকার জুরাইনে শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. রাসেল (৩২) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার আবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় কদমতলীর আলি বহরে একটি মেসে থাকতেন।
রাসেলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ওই ট্রাকের আরেক হেলপার সামছুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে কদমতলী কমিশনারের গলির শেষ মাথায় বালু নামানোর জন্য ট্রাকের চালককে ট্রাকটি পেছনে সরাতে বলেছিলেন রাসেল।
“ব্যাক করার সময় পেছনে থাকা বৈদ্যুতিক খুঁটির মাঝে চাপা পড়েন রাসেল।”
সহকর্মীরা রাসেলকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যান, যদিও তাকে বাঁচানো যায়নি।